ইউএসবি ফরম্যাট এবং ডাটা রিকোভারী ।

 ইউএসবি ফরম্যাট এবং ডাটা রিকোভারীঅনেক সময় মেমোরি কার্ড / ইউএসবি কে ফরম্যাট করার দরকার হয়, যখন ফরম্যাট করতে যাওয়া হয়, দেখা যায় মেমোরি কার্ড / ইউএসবি টা ফরম্যাট নেয় না ।

 নিছের সিস্টেম গুলো ফলো করে আপনি সহজে মেমোরি কার্ড / ইউএসবি কে ফরম্যাট করতে পারেনঃ-

মেথড ১:

এটা হচ্ছে ইউএসবির সব চেয়ে কার্যকরী মেথড JØ  ১ম এ স্টার্ট বাটন থেকে রান এ গিয়ে cmd লিখে এন্টার দিন
Ø  এখন একটি উইন্ডো ওপেন হবে , সেখানে লিখুন format G ,এখানে G হচ্ছে আপনার মেমোরি কার্ড / ইউএসবি এর ড্রাইব , মানে আপনার পিসি তে মেমোরি কার্ড / ইউএসবি টা যে নামে দেখাবে ,সেটা লিখতে হবে ।Ø  একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে। 

মেথড ২:

Ø  মেমোরি কার্ড / ইউএসবি টা সাধারণত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা হলে ডিস্কটিকে  NTFS এ ফরম্যাট করা যায়।Ø  এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properties> Hardware এ গিয়ে পেন ড্রাইভ/ মেমরি কার্ডটি নির্বাচন করতে হবে।Ø  এরপর Properties> Policies থেকে Optimize for performance নির্বাচন করে ok ক্লিক করতে হবে। 

মেথড ৩:

এছাড়া আপনি চাইলে মেমোরি কার্ড / ইউএসবি কে HP USB Disk Storage Format Toolটা ইউজ করে ফরম্যাট দিতে পারেন ।

কিভাবে ডাটা রিকোভারী করতে হয় , এই লেখাটা দেখুন 
  
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :