আজ ৩ই জানুয়ারি আমরা –বর্ণল্যাব আমাদের জনপ্রিয় সফটওয়্যার ‘ঝাড়ুদার’ এর নতুন সংস্করণ ১.৮ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। ‘ঝাড়ুদার’ ১.৬ এবং ১.৭এর সমস্যাগুলো সমাধান করে নতুন এই সংস্করণ ১.৮। .নতুন এই সংস্করণে থাকছে বিভিন্ন রকমের ইউটিলিটি টুলস। সাধারণ ব্যবহারকারীর কথা চিন্তা করে ‘ঝাড়ুদার ১.৮’ সংস্করণ একদমই সহজ করা হয়েছে। ‘ঝাড়ুদার’ এর নতুন সংস্করণ ১.৮ আমাদের পূর্বর সংস্করণ গুলোর থেকে অনেক বেশি সহজ এবং দ্রুত গতি সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।
---BornnoLab
- ঝাড়ুদার ১.৮:
১. অত্যন্ত সহজ এবং আকর্ষণীয় ইন্টারফেস।- ঝাড়ুদার ১.৮ - ফিচার:
২. দ্রুতগতি সম্পন্ন সিস্টেম অপটিমাইজেশন।
৩. দ্রুতগতি সম্পন্ন মেমোরি অপটিমাইজেশন।
৪. গোপনীয়তা এবং নিরাপত্তা বিষয়ক টুলস।
৫. পাসওয়ার্ড সমর্থিত ফাইল এনক্রিপ্টশন।
৬. অটোরান ভাইরাস রিমুভার এবং সল্যুশন।
৭. প্রয়োজনীয় ইউটিলিটি টুলস।
৮. শক্তিশালী আনইন্সটলর টুলস।
৯. সংয়ক্রিয় সিস্টেম সার্ট ডাউন টুলস।
১০. সম্পূর্ণ সাইলেন্ট ইন্সটলেশন পদ্ধতি।
১১. সর্বনিম্ন ৩.২ এবং সর্বচ্চ ৩.৮ মেগাবাইট মেমরি (RAM) শেয়ার।
১২. মাত্র ৪.২ মেগাবাইট ডিস্ক মেমরি শেয়ার।
১৩. মাইক্রোসফট উইন্ডোজ ৮ এবং ৮.১ সমর্থিত।
-ঝাড়ুদার ১.৮ – রিভিউ
- ঝাড়ুদার ১.৮ – ডাউনলোড
-নোট: ঝাড়ুদার ১.৮ এর সিস্টেম অপটিমাইজেশন করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কিছু অপ্রয়োজনীয় ফাইল (C:\Windows\Temp) ডিলিট করতে হয়। এক্ষেত্রে অ্যান্টিভাইরাস ঝাড়ুদার ১.৮ –কে হার্মফুল প্রোগ্রাম হিসাবে সনাক্ত করতে পারে।ঝাড়ুদার ১.৮ - একটি সম্পূর্ণ উন্মুক্ত বাংলাদেশী সফটওয়্যার সুতরাং এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড এবং সংগ্রহ করা যাবে। বাংলাদেশি সফটওয়্যার শিল্পকে আরও এগিয়ে নিতে, ঝাড়ুদার ১.৮ - ব্যক্তিগত বা পাবলিক ব্লগ/ফেসবুক পেজ সহ যে কোন মাধ্যমে শেয়ার করতে পারবেন। হয়তো এর মাধ্যমেই একদিন এদেশের সফটওয়্যার শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
BornnoLab (Official)
Media Partner: Techtunes
0 comments :
Post a Comment