আজকাল
মেইল সার্ভিস হিসাবে অনেকেই জিমেইল ইউজ করেন ,কিন্তু দেখা যায় এক জন ইউজারের এক বা
একাধিক অ্যাকাউন্ট থাকে , তবে কেউ যদি তার জিমেইল অ্যাকাউন্ট টা কে চিরতরে ডিলেট
করে দিতে চান,তাদের জন্য এই লেখা J
আসুন
তাহলে দেখে নেই , কিভাবে প্রেসেস টা করতে হয় ?
১ম এই
ঠিকানাতে প্রবেশ করুন
এখান
থেকে ডিলেট অ্যাকাউন্ট এন্ড ডাটা ডিলেট
প্রোডাক্ট সেলেক্ট করুন ,ক্লিক করলে নিচের উইন্ডো এর মতো পেজ ওপেন হবে ।
এখন
আপনি যদি কিছু নিদিষ্ট সার্ভিস কে ডিলেট করতে চান ,সেক্ষেত্রে টিক মার্ক দিয়ে
দেখিয়ে দিন , অথবা যদি ফুল সার্ভিস কে ডিলেট করতে চান , তাহলে সব গুলো চোখ বন্ধ
করে টিক মার্ক দিন , খালি ঘরে আপনার বর্তমান পাসওয়ার্ড টা লেখুন, আপনি ইচ্ছা করলে
ডিলেট না করে আপনার ডাটা গুলোর ব্যাকআপ করতে পারেন :P যাই হোক আমাদের মিশন হচ্ছে
ডিলেট করা নিয়ে ;)
এখন
ডিলেট গুগল অ্যাকাউন্ট এ ক্লিক করুন
ব্যাস
খেলা শেষ , এবার কনফার্ম হিসাবে নিচের পেজ
টা ওপেন হবে ,
ধন্যবাদ
,বায় বায় গুগল মামা :)
0 comments :
Post a Comment