মোবাইল ব্যাবহার না করাঃ
অনেকেই আছেন যারা বিছানায় শুয়ে ফোন নিয়ে মেসেজ চালাচালি করতে থাকেন, কিংবা ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেইসবুকে মেসেজ বা ইমেইল করেন। প্রায় ৯৫% মানুষের এই কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। যখন আপনি মেসেজ করেন তখন আপনার অবচেতন মন উত্তর আশা করে তা আপনার মস্তিষ্ককে সজাগ রাখে এবং ঘুম আসে না। তাই ভালো ঘুমের জন্য এই অভ্যাসটি ত্যাগ করুন।
বেশি নড়াচড়া করাঃ
ঘুম না আসলে আমরা বেশীরভাগ সময় এপাশ ওপাশ ফিরি এবং ঘড়ি দেখি বা উঠে বসি। কিন্তু এতে করেই ঘুম আরও দূরে সরে যায়। ঘড়ি দেখা এবং এপাশ ওপাশ ফেরা আপনার ঘুম না আসার দুশ্চিন্তায় ফেলে দেয়। এর চেয়ে বরং একভাবে শুয়ে থাকুন। দেখবেন ঘুম এসে যাবে।
টিভি দেখাঃ
ঘুম না আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে বিছানায় শুয়ে টিভি দেখা। টিভি দেখা আপনার বিশ্রাম নেয়া এবং ঘুমানোর চিন্তাটাকে পুরোপুরি সরিয়ে ফেলে আপনার মস্তিস্ক থেকে। শোবার ঘরে টেলিভিশন রাখা অনেক বড় একটি বোকামি। গবেষকরা বলেন ঘুমের জন্য হার্টবিট ও শ্বাসপ্রশ্বাসের মাত্রা কমে যাওয়ার প্রয়োজন। কিন্তু যখন আমরা টিভি দেখি তখন আমাদের হার্টবিট ও শ্বাসপ্রশ্বাসের মাত্রা সাধারনের তুলনায় বেড়ে যায়। আর একারণে আমাদের ঘুম আসে না। তাই বিছানায় শুয়ে টিভি দেখা বন্ধ করতে হবে।
কাজ করা
গবেষণায় দেখা গিয়েছে অনিদ্রায় ভোগা প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৮ জনই ঘুমানোর আগে বিছানায় শুয়ে বসে কাজ করতে থাকেন। কিন্তু বিছানায় বসে কাজ করা আপনার মানসিক চাপ বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে দীর্ঘক্ষনের জন্য সজাগ রাখে ফলে কাজ বন্ধ করে আপনি যখন ঘুমানোর চেষ্টা করেন তখনও ঘুম আসে না। ঘুমুতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে সব কাজ শেষ করে বিছানায় যাবেন।
পোষা জীব নিয়ে ঘুমুতে যাওয়াঃ
যারা বাসায় কুকুর বা বেড়াল পালেন তারা অনেকেই নিজের বিছানায় স্থান দেন পছন্দের এই জীবগুলোকে। কিন্তু এতে আপনার ঘুম চলে যাচ্ছে অনেক দূরে। পোষা জীব নিয়ে ঘুমুতে গেলে আপনার মনোযোগ অনেকাংশে সেগুলোর প্রতি চলে যাবে। নিজের অজান্তেই আপনার হার্টবিট বাড়বে। এতে করে ঘুম আর আসতে চাইবে না। তাই যতই পছন্দ করুন না কেন পোষা জীবগুলোকে বিছানা থেকে দূরে রাখুন।
অতিরিক্ত উষ্ণ বিছানাঃ
ঘুমানোর সময় আমাদের দেহের তাপমাত্রা অনেক কমে যায়। ঘুমের মাঝে আমাদের দেহের তাপমাত্রা থাকে প্রায় ৬০-৬৭ ডিগ্রি ফারেনহাইট। অনেকেই নরম তুলতুলে বিছানায় ঘুমুতে বেশ পছন্দ করেন। কিন্তু এই ধরণের বিছানা অনেক উষ্ণতার সৃষ্টি করে। শীতকাল হলে এই উষ্ণতা বেশ আরামদায়ক কিন্তু গরমকালে এই উষ্ণতাই আপনাকে করে তুলবে অনিদ্রার রোগী। বিছানার তুলতুলে মাট্রেস বদলে ফেলার চেষ্টা করুন। যদি তা না পারেন তবে ঘুমুতে যাওয়ার আগে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করে শরীরটাকে ঠাণ্ডা করে বিছানায় যান। দেখবেন ঘুম সহজেই চলে আসবে।
একটি সচেতনমুলুক লেখা এবং কপি পেস্ট যুক্ত লেখা। আসল লেখাঃ এখানেঃ
0 comments :
Post a Comment