ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামারদের জন্য ৫ টি বেস্ট কোড এডিটর , অনেকে অনেক ধরনের .টেক্সট এডিটর ইউজ করেন , আমি যেমন ড্রিমওয়েবার ইউজ করতে বেশি ভালোবাসি :) আবার আমার এই লিস্ট নেই অনেকের পছন্দের ব্র্যাকেট এডিটর টি ,তাই আবার কেউ রাগ করার কিছু নেই :)
১) SubLine Text Editor
সকল প্লাটফম এ কাজ করতে চরম এবং দারুন একটা এডিটর :) এটা ফ্রী এবং প্রিমিয়াম ২ টাই আছে :) ফুল লাইসেন্স সহ কিনতে এর দাম ৭০ ডলার আর পারসোনাল ইউজাদের জন্য ফ্রী ডাউনলোড করে নিন । নিচের বাটন থেকে ।
২) NotePad ++
নতুন যারা ওয়েব ডিজাইন শুরু করতেচেন, তাদের জন্য দারুন একটা কোড এডিটর, এখানে আলাদা ভাবে সকল কোড গুলো কে দেখা যায় এবং শুরু এবং শেষ ট্যাগ গুলো কে সহজে বুজা যায় , তাই নতুন দের জন্য দারুন একটা এডিটর :)
এটা সকল প্লাটফমের জন্য ফ্রী :)
ভিম একটি দারুন কোড এডিটর এবং সব চেয়ে বড় পজেটিভ দিক হচ্ছে এর থেকে অজিত অথ উগান্ডা দের জন্য পাঠানো হয় । :( যাই হোক , নতুন দের জন্য এটাও অনেক ভালো একটা এডিটর :)
৪) Atom
এটা একটা নতুন টেক্সট এডিটর এবং এর সহযোগী হচ্ছে Adobe । এর কিছু বিশেষ দিক রয়েছে
যেমনঃ
- Cross-platform editing
- Built-in package manager
- mart autocompletion
- File system browser
- Multiple panes
- Find and replace
Emacs একটি শক্তিশালী কোড এডিটর এবং একটু কঠিন . যারা একটু অ্যাডভান্স টাইপের ইউজার না ,তাদের জন্য এই এডিটরটি না । এটি সকল ওপেরাটিং সিস্টেম এ কাজ করে ।
0 comments :
Post a Comment