হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নতুনদের জন্য গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে আমি অভি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি , আজকাল অনেকেই গ্রাফিক ডিজাইনের নাম শুনেছেন এবং গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে কোচিং সেন্টারে গিয়ে প্রতারিত হচ্ছেন , একেবারে যে কোচিং সেন্টার থেকে কিছু শিখবেন না তা কিন্তু না , কোচিং সেন্টার আপনাকে শিখাবে কিন্তু সেটা চাহিদা এবং প্রয়োজনের তুলনায় অনেক কম , এছাড়া আমরা অনেকেই টাকার এবং সময়ের অভাবে কোচিং সেন্টারে যেতে পারি না , তাই তাদের জন্য শিখুন.নেট এবং আমার এই ব্লগের এর মাধ্যমে আমি আপনাদের কে শিখানোর চেষ্টা করবো ফটোশপ এবং ইলাস্ট্রেটর । সেই সাথে কাজ এবং লোকাল মার্কেটে কাজ করার ধরন নিয়ে ধারণা দেবার চেষ্টা করবো , তবে জানিয়ে রাখা ভালো যেহেতু আমার এই কোস টা হচ্ছে নতুনদের জন্য তাই ভুল করে কিছু স্কিপ করে যাবেন না । কারন আপনি যদি বেসিক ধারণা ছাড়া কাজ শুরু করে দেন ,তাইলে কপালে শনি ছাড়া আর কিছুই নাই . তাই নতুনদের কে বলছি আপনি যদি কম্পিউটার চালাতে এবং নেট ব্রাউজিং জানেন ,তাহলে আপনি খুব জলদি শিখতে পারবেন তবে শর্ত হচ্ছে মনোযোগ দিয়ে দেখা এবং অনুশীলন করা ।
কিছু কোর্স আছে যেটা সম্পন্ন করে নিশ্চিন্তে চাকরি পেতে পারেন। এর মধ্যে অন্যতম হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনিং। কেননা এখন কম্পিউটারের যুগ। প্রতিটা অফিস আদালত এমন কি গ্রাহক সেবার প্রতিটা পর্যায়েই কম্পিউটার এবং ডিজাইনিং একটি জরুরি , যে কারণে মেধাবীসহ সাধরণ শিার্থীর কাছে এসব কোর্সের গুরুত্ব বেড়েই চলেছে আর এই সুযোগে ব্যাঙ্গের ছাতার মতো দেশে গড়ে উঠেছে নামধারী কোচিং সেন্টার ।কারন চাকরির বাজারের চাহিদা কথা মাথায় রেখে কোচিং সেন্টার গুলো নানা অফার দিয়ে সবাইকে ঠকাচ্ছে।
এই পেশায় যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও প্রায় প্রতিটা শিল্প প্রতিষ্ঠানে চাহিদার তুলনায় দক্ষ গ্রাফিক্স ডিজাইন সংখ্যা খুব কম ।
দক্ষ গ্রাফিক্স ডিজাইনারের সরকারি-বেসরকারি দুটি ক্ষেত্রেই এই পেশার রয়েছে প্রচুর চাহিদা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে স্থাপিত দেশী-বিদেশি ডিজাইনিং, শিল্প কারখানা, বিজ্ঞাপনি প্রতিষ্ঠান মিল, ব্যাংক, ফ্যাশন হাউস, রিয়েল এস্টেট, গার্মেন্টস শিল্প, টেক্সটাইল প্রভৃতি ইন্ডাস্ট্রিতে রয়েছে কাজ করার সুযোগ।
মূলত গ্রাফিক্স ডিজাইনিং ছোট-বড় সব ধরনের প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন কার্যক্রমের অন্যতম প্রক্রিয়া হিসেবে বিবেচিত করা হয়। কারণ উৎপাদন শুরুর আগে পণ্যের এবং প্রতিষ্ঠানের পরিকল্পনা পর্বে ডিজাইন করে এর পর মুল উদ্যোগ নেওয়া হয়। আর বেশির ভাগ ক্ষেত্রেই পর্যাপ্ত গ্রাফিক্স ডিজাইনার না পেয়ে সস্তা ধরনের প্রফেশনাল ফার্ম থেকে ঘোরাঘুরি ও সময় নষ্ট করে কাজ করে আনতে হয়। তাছাড়া আমাদের অন্য কাজের জন্য ও গ্রাফিক্স এর কাজ জানা প্রয়োজন ।
কি কি কাজ করে জব পেতে পারেনঃ
১. লোগো ডিজাইন
২. প্রোডাক্ট ডিজাইন
৩. ইমেজ রিসাইজ এন্ড এডিটিং
৪. ওয়েব পেইজ টেমপ্লেট
৫. বিজনেস কার্ড
৬. ব্যানার / পোস্টার
আরো অনেক প্রকার কাজ রয়েছে। বলে শেষ করা যাবে না , এ সম্পর্কে আর জানতে চাইলে নিজ দায়িত্তে গুগল করে জেনে নিন.
কি কি থাকবে সি কোর্সে ?
ফটোশপ এবং ইলাস্টেটরের বেসিক টুলস এবং ব্যাবহার।
কারন ডিজাইন করা বড় কথা নয় , টুলস এর ব্যাবহার হচ্ছে বড় ব্যাপার, আপনি যদি টুলস এর ব্যাবহার জানেন ,তাহলে খুব সহজে যেকোন আইডিয়া জেনারেট করতে পারবেন ।
0 comments :
Post a Comment