IDM হল ডাউনলোড করার জন্য অন্যতম সেরা সফটওয়্যার। ডাউনলোড করার জন্য যার কোন তুলনা নাই। এটা দ্বারা খুব সহজে ইন্টারনেট থেকে ভিডিও গান ছবি ইত্যাদি খুব সহজে এবং খুব দ্রুততার সঙ্গে ডাউনলোড করা যায়। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা IDM নিয়ে নতুন করে কিছু বলার নেই। কম্পিউটার ব্যবহার করে কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করে না এমন লোক খুজে পাওয়া মুশকিল।
তবে IDM এর অরিজিনাল ফুল ভার্সন টাকা দিয়ে কিনতে হয়। আর বিভিন্ন সাইটে ফুল ভার্সনের কথা বলে ডাউনলোড করতে বলা হয়। এতে কম্পিউটার ইউজার রা ঝামেলায় পড়েন।
আবার কোন কোন সাইটে বলা হয় সিরিয়াল কি দিয়ে ফুল ভার্সন করতে। যদিও এটা কিছুটা কাজ করে তবে ইনস্টল করার ঝামেলায় পড়তে হয় বা অনেক সময় ইনস্টল ও হয় না।
তাই আজ আপনোদের সাথে ঝামেলা মুক্ত ১০০% সিকিউর IDM 6.25 সফটওয়্যারটি শেয়ার করবো। আর এর সাইজ মাত্র 8.22 এম.বি। লাগবে না কোন সিরিয়াল কি। শুধু ডাবল ক্লিক করে ইনস্টল করলেই কাজ করবে , একবার ব্যবহার করলে আসল মজাটা বুঝতে পারবেন।
ইনস্টল করার নিয়ম :
আগে থেকে আপনার পিসি তে IDM ইন্সটল করা থাকিলে সেটা Uninstall করে নিন। আনইন্সটল এবং পিসি কে ক্লিন করুন সিক্লিনার ব্যাবহার করে ,তারপরে পিসি কে রিস্টার্ট করে নতুন করে ইন্সটল করুন .
0 comments :
Post a Comment