কিভাবে বায়োস পাসওয়ার্ড রাখবেন এবং ভুলে গেলে ব্রেক করবেন ।

বায়োস সম্পরকে অনেকেই কম বেশি জানেন, তাই নতুন করে আর কিছুই বলার নাই , অনেকে আজ কাল বেশি নিরাপত্তার কারনে বায়োস এ পাসওয়ার্ড দিয়ে থাকেন । কিন্তু দেখা যায় কিছু দিন পর ঐ পাসওয়ার্ড আর মনে থাকে না , যার ফলে রাগে মাথার চুল ছিড়ে ফেলতে ইচ্ছা করে ,যাই হোক নো প্রব্লেম , আপনি নিজেই কোন রকম দক্ষতা ছাড়াই এই সমস্যার সমাধান করতে পারেন , তাহলে আসুন বিস্তারিত জেনে নেই । 

১ম-এ দেখে নেই কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়।

১ম এ পিসি কে রিস্টার্ট করে বুট মেন্যু তে প্রবেশ করুন । তারপর বুট মেন্যু থেকে সিকুরেটি তে প্রবেশ করুন । উপরের ছবির মতো ।

এখন F10 প্রেস করে সেভ করে বেহিরে যান , কাহিনি শেষ :) এই  হয়ে গেলো বায়োস এ পাসওয়ার্ড সেট করা ।

এভার দেখুন কিভাবে এই পাসওয়ার্ড কে ব্রেক করা যায় ?

কয়েকটা উপায়ে আপনি এই পাসওয়ার্ড কে ব্রেক করতে পারেন, আমি যেভাবে জানি সেভাবে সবার সামনে উপস্থাপন করতে চেস্থা করবো , কেউ মাইন্ড খাইয়েন না ।

যাই ফাও প্যাঁচাল দিয়ে বাদ দিয়ে বিস্তারিত শুরু করিঃ-

১ম সিস্টেমঃ 

১ম এ পিসি কে শাটডাউন দিন , পিসি থেকে সব কেব্‌ল গুলো রিমুভ করে ফেলুন ।
এবার পিসির কভার টা ওপেন করুন ।
এবার MOTHERBOARD থেকে সিমস ব্যাটারি টা ওপেন করুন । নিচের চিত্র টা দেখুন
এই সিমস ব্যাটারি টা ওপেন করে ২০/২৫  মিনিট পর সিমস ব্যাটারি টা পিসি তে আগের মত সেট করুন , আশা করি এভার আপনার বায়োস পাসওয়ার্ড টা বাইপাস হয়ে গেছে ,যদি না হয় সেক্ষেত্রে সিমস ব্যাটারি টা আরো বেশি ক্ষণ ওপেন করে রাখতে পারেন । কোন কোন সময় একদিনও লেগে যেতে পারে :(

২য় সিস্টেমঃ

পিসি ওপেন করলেই  MOTHERBOARD এ দেখবেন ,নিচের ছবির মতো একটা জিনিস , এটাকে জাম্প বলে ।

জাম্প কে খুলে  মাঝের পিনের সাথে বিপরীত পিন কানেক্ট করে দেন ।যেমন ১, ২, ৩ টি পিন হয়, এবং প্রথমে যদি ১ ,২ কানেক্টেড থাকে পরে খুলে আপনাকে ২ , ৩ কানেক্ট করিয়ে দিতে হবে। এখন ১ মিনিটের মতো  অপেক্ষা করুন। তারপর  আবার আগের মত লাগিয়ে দিন।

এছাড়া ৩য় সিস্টেম টা ইউজ করেও করতে পারেন , যেমন থার্ডপাটি সফটওয়্যার ইউজ করেও বায়োস পাসওয়ার্ড রিমুভ করা যায়। 
এর জন্য বিস্তারিত এখানে দেখুন।

নিজেকে একটু কোডিং কোডিং ভাবতে পারেন , কিভাবে ? কোডিং  করে করতে পারেনঃ

পিসি অন করে Start Menu > Run > type CMD  লিখে এন্টার দিন 



এবার debug লিখুন 

এবার 70 10

           71 20   লিখুন 




এখন Quite লিখে বের হয়ে যান ।

এবাভে আপনি আপনার দেওয়া বায়োস পাসওয়ার্ড কে ব্রেক করতে পারেন ।

কিছু ডিফল্ট পাসওয়ার্ড সংগ্রহে রাখতে পারেনঃ

  • AMI BIOS Default Password
    • A.M.I.
    • AAMMMIII
    • AMI
    • AMI SW
    • AMI?SW
    • AMI_SW
    • BIOS
    • CONDO
    • HEWITT RAND
    • LKWPETER
    • MI
  • Award BIOS Default Password
    • 589589
    • 589721
    • 595595
    • 598598
    • 1322222
    • _award
    • ALFAROME
    • ALLY
    • ALLy
    • aLLy
    • aLLY
    • aPAf
    • award
    • AWARD PW
    • AWARD SW
    • Award SW
    • AWARD?SW
    • AWARD?SW
    • AWARD_PW
    • AWARD_SW
    • awkward
    • AWKWARD
    • BIOSTAR
    • CONCAT
    • condo
    • Condo
    • CONDO
    • d8on
    • djonet
    • HLT
    • HLT
    • J256
    • j256
    • J262
    • j262
    • j322
    • j332
    • J332
    • J64
    • j64
    • KDD
    • lkwpeter
    • Lkwpeter
    • LKWPETER
    • PINT
    • pint
    • SER
    • SKY_FOX
    • SYXZ
    • syxz
    • szyx
    • TTPTHA
    • ZAAAADA
    • ZAAADA
    • ZAAADA
    • ZBAAACA
    • ZBAAACA
    • ZJAAADC
    • ZJAAADC
  • Phoenix BIOS Default Password
    • phoenix
তাহলে বায়োস পাসওয়ার্ড নিয়ে আর কোন মাথা বেথা নেই :)  
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :