সবাইকে সালাম । অনেক দিন আগে NTLDR is Missing নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম । জানি না কারো সমাধান হইছে কিনা । এরই ধারাবাহিকতায় আজকে আরো একটা লেখা শেয়ার করতে যাচ্ছি ।
আগের লেখা টা দেখতে পারেনঃ কি ভাবে “NTLDR is missing” ফিক্স করবেন .
আজকে দেখাবো উইন্ডোজ ৭ এ কিভাবে করতে হয় ?
১ম এ উইন্ডোজ এর সিডি দিয়ে পিসি কে বুট করাতে হবে।
২. এখন ভাষা টা সেলেক্ট করে , এগিয়ে যান
৩. নিচের মেন্যু মতো [ REPAIR YOUR COMPUTER ] সেলেক্ট করুন ।
৪. নিচের ছবির মতো আসবে
৫. এখান থেকে NEXT ক্লিক করুন
৬. নিচের ছবির মতো , Command Prompt. সেলেক্ট করুন
এবার Command Prompt ওপেন হলে এক এক করে এই লিখা গুলো লিখুন
১ম এ এটা লিখুন [ Bootrec /RebuildBcd ] লিখে ENTER প্রেস করুন —–
১ম এ এটা লিখুন [ Bootrec /RebuildBcd ] লিখে ENTER প্রেস করুন —–
তারপর ওয়েট করুন
২য়ঃ এটা লিখে [ bootrec /FixMbr] Enter প্রেস করুন —–
তারপর ওয়েট করুন
৩য়ঃ এটা লিখে [ Bootrec /FixBoot] Enter প্রেস করুন —-
তারপর ওয়েট করুন
সাকসেস হলে , পিসি কে রিস্টার্ট করুন । এবার দেখুন আর NTLDR is Missing এই লিখা টা শো করবে না , নরমাল ভাবে উইন্ডোজ স্টার্ট হয়ে যাবে ,
যদি কোন প্রব্লেম হয়, তাহলে নিচে লোগো তে ক্লিক করে ভিডিও টা দেখতে পারেন।
সবাইকে থাঙ্কস , আজকে তাহলে এখানে শেষ করলাম । সবাই ভালো থাকুন । আল্লাহ হাফেয
0 comments :
Post a Comment