ইন্সটল করা ড্রাইবারের ব্যাকআপ এবং রিষ্টোর করুন খুব সহজে ।


আজকাল অনেক নতুন পিসি/লেপ্পুর সাথে ড্রাইবের সিডি দেয় না,যার ফলে নতুন করে উইন্ডোজ সেট আপ দিলে বিপদে পড়তে হয়। কিন্তু এমন কিছু সফটওয়্যার আছে যে গুলো দিয়ে আপনি সহজে আপনার পিসি/লেপ্পুর সকল প্রকার ড্রাইবার গুলো কে ব্যাক আপ নিতে পারেন এবং উইন্ডোজ সেট আপ দেওয়ার পর সে গুলো কে রিষ্টোর  করতে পারবেন :) 

এমন কিছু ফ্রী সফটওয়্যারের নাম দিলামঃ-

উপরের সব গুলো থেকে আমার কাছে সব চেয়ে বেশি ভালো লেগেছে http://www.drivermagician.com/ টা , কারন অনেকটা কম সময় নেয়, ব্যাক আপ এবং রিষ্টোর করতে , কাজে লাগার মতো কিছু স্ক্রীন শট দেখুন । তাহলে আরো সহজ হবে:) 
তবে এটা ক্লিয়ার যদি আপনি এক্সপি থেকে ড্রাইবার গুলো ব্যাক আপ নেন , সে গুলো আর সেভেনে কাজ করবে না , তাই যে অপারেটিং সিস্টেম থেকে ড্রাইবারের ব্যাক আপ নেওয়া হইছে,সেইম অপারেটিং এ কাজ করবে :( 


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :