কেন আপনার পিসি বার বার অটোমেটিক শার্টডাউন হয়ে যায় ?


কেন আপনার পিসি বার বার অটোমেটিক শার্টডাউন হয়ে যায় ? 
অনেকের পিসি এর প্রব্লেম টা আছে , কোন প্রকার নোটিশ ছাড়াই মাঝে মাঝে আপনার পিসি অফ হয়ে যার , আবার অটোমেটিক রিস্টার্ট হয়ে যায়। একবার শার্টডাউন হলে ৩০/৪০ মিনিট পর ছাড়া পিসি অন হয় না , অথবা রিস্টার্ট হলে উইন্ডোজের লোগো পযন্ত এসে পিসি আর অন হয় না ? 

তাহলে আসুন জেনে নিন কি কি কারনে এই সব প্রব্লেম গুলো হচ্ছে ? 

1. Virus or Malware
2. Loose Connection of Hardware Cables
3. Dust on board 
4. CMOS Battery
5. Too much heat/temperature inside CPU box

কিভাবে এর সমাধান করবেন ? 

১.এই সমস্যা থেকে রেহাই পেতে হলে ১ম এ সিমস ব্যাটারী টে চেঞ্জ করুন। 
২.ভালো করে পিসি কে ক্লিক করুন , মাদারবোর্ড,রাম স্লট,পিসি ফ্যান ভালো করে পরিস্কার করুন ।
৩.যদি পিসি তে একটা কুলিং ফ্যান থাকে , তাহলে আরো একটা কুলিং ফ্যান অ্যাড করুন ।
৪.প্রসেসরের উপরের একটা গ্লু লাগানো থাকে, মে বি ওইটা ড্রাই হয়ে গেছে,যার কারনে পিসি বার বার অফ হয়ে যাচ্ছে , তাই আবারো একটু হিট সিঙ্ক / Thermal compound গ্লু লাগিয়ে দিতে পারেন। 

৫.আর পিসির কনফিগার যদি খুব বেশি ভালো না হয়,তাহলে অতিরিক্ত সফটওয়্যার/অ্যাপস ইন্সটল করা থেকে বিরত থাকুন । 
৬. একের অধিক অ্যান্টিভাইরাস পিসি তে ইন্সটল দিবেন না । 
৭. পাওয়ার সাপ্লাই টা চেঞ্জ করেও দেখতে পারেন । 

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :