কিভাবে আপনার হার্ডডিস্ক স্ক্যান করে ব্যাড সেক্টর দূর করবেন ?


কিভাবে আপনার হার্ডডিস্ক স্ক্যান করবেন এবং ফিক্স করবেন ।
১. মাই কম্পিউটার ওপেন করেন
নিচের ছবির মতো
২. হার্ড ড্রাইভ -এর উপরে রাইট ক্লিক করে ……… Properties সিলেক্ট করেন।
৩.টুলস থেকে চেক নাও এ ক্লিক করুন Automatically fix file system errors” and “Scan for and attempt recovery of bad sectors”).
স্টার্ট এ ক্লিক করেন ………
ক্লিক করুন Yes.

Restart করুন কম্পিউটার,

এখন কম্পিউটার কে Restart করার সাথে সাথে দেখবেন হার্ডডিস্ক স্ক্যান হওয়া শুরু হইছে । ফিনিশ শেষ না হওয়া তক কিছু  করবেন না।
কম্পিউটার ওপেন হলে Run গিয়ে CHKDSK করেন। দেখেন এখন আবার স্ক্যান হচ্ছে।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :