কি ভাবে এক্সপি+ উইন্ডোজ ৭ সিডি/ ডিভিডি থেকে সিরিয়াল খুজে বের করবেন ?





আমাদের আনেক এর কাছে এক্সপি/উ৭ এর সেট-আপ সিডি আছে ,কিন্তু  সিরিয়াল কী নাই, তখন আর কি করা, সব কিছু তখন বাদ দিয়ে গুগল এ সার্চ করা শুরু করেন ,কিন্তু সব সিরিয়াল কী আর কাজ করে ?করে না,আপনার কাছে কিন্তু সিরিয়াল কী আছে,আপ্নি জানেন না।কি মনে করি মজা করি ,না ভাই… চলেন তাহলে দেখাই । আপনার কাছে এক্সপ-এর সিডি টা আছে ঐটা এখন আপনার পিসি তে প্রবেশ করান .তার পর নিচের এই ধাপ গুলো দেখেনঃ


ফটোটার মত রাইট ক্লিক করে ওপেন করেন ,


এখন এখান থেকে I386 নামের যে ফোল্ডার আছে , ওটা ওপেন করেন,



এখন UNATTEND নামে -এ যে টেক্সট ফাইল আছে ওটা ওপেন করেন


এখন নিচে দেখেন Products key দেওয়া আছে।আর এইটাই হলো আপনার সিডি -র আসল কী ।


এখন আমরা শিখব কি ভাবে উইন্ডোজ ৭ এর ডিভিডি ডিস্ক থেকে কী খুজতে হয় ……



রাইট ক্লিক  করে ডিভিডি টা ওপেন করেন,



SOURCES ফোল্ডার টা ওপেন করেন



এখন দেখেন এখানে একটা TEXT ফাইল আছে , যার নাম হচ্ছে PRODUCT. এখন এই ফাইল টা ওপেন করেন ………


এইবার আপনার উইন্ডোজ ৭ তা কোন ভার্সন , আপনার উ৭ টা যে ভার্সন হবে  ওখান থেকে সিরিয়াল কী টা দেখে নিবেন।


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :