সবাই কে সালাম জানিয়ে আজকে আমি আমার টিপস শুরু করলাম । কেমন আছেন সবাই । সবাই ভাল থাকেন এই কামনা করি । আজকে আমি যে পোস্ট টা লিখছি । এটা অনেক এর কাছে কোন গুরুত্বহীন মনে হবে । কিন্ত ঐ ঠিক মনে পড়বে যে দিন এমন প্রবলেম এ পরবেন । তাই আগে থেকে সতর্ক থাকেন । এটা একটা উইন্ডোজ এর সিস্টেম উনিলিটি । তো চলেন আর কথা না বাড়িয়ে দেখে নেই ……
কি ভাবে “NTLDR is missing” ফিক্স করবেন আপনার পিসিতে
আপনি যখন আপনার কম্পিউটার স্টার্ট করেন ,অনেক সময় আপনাকে একটা এররর মেসেজ দেখায় ।
“NTLDR is missing. Press any key to restart.”
অনেক চিন্থায় পরে গেলাম।কি করা যায় । কোন টেনশন করার দরকার নাই,ইনশাল্লাহ আমার এই সিস্টেম টা দিয়ে আপনি সহজে আপনার পিসি- এর প্রবলেম টা সমাধান করতে পারবেন ।
প্রথম-এ বলে নেই ।এটা কি কারনে হতে পারে।
কারনঃ “NTLDR is missing” এরর মেসেজ এর মানে হচ্ছে উইন্ডোজ বুত লোডার (NT Loader, NTLDR) এই গুলু মিসিং । এই প্রব্লেম টা বেশি দেখা জাই যখন আপনার পিসি তে বরাবর উইন্ডোজ এর ফাইল গুলু ইন্সটল না হলে ।।এর ছাড়া আমরা অনেক সময় ভুল করে আমাদের পেন ড্রাইভ বা অন্য কন অতিরিক্ত ডিভাইস যদি পিসি তে জুগ করা থাকে। এ ছাড়া ও যদি । .dll নামের ফাইল গুলু যদি না থাকে । যদি আপনার উইন্ডোজ এর ফোল্ডার থেকে আপনি ভুল করে NTLDR ফাইল গুলু ডিলিট করলে , এই প্রব্লেম টা হতে পারে ।
এখন আমি এই প্রব্লেম টার সমাধান নিয়ে আলোচনা করবো …
** প্রথমে চেক করে নেন আপনার পিসি যখন অন হচ্ছে হার্ড ডেস্ক এর কেব্ল গুলু ঠিক মত লাগানো আছে কিনা । এবং অন হওয়ার সময় অন্য কোন আলাদা ডিভাইস থেকে উইন্ডোজ লোদ হওয়ার জন্য চেষ্টা করছে কিনা ।
** ভাল মত চেক করে নেন আপনার সিডি বা ডিভিডি ড্রাইভ এ অন্য কন বুট জাতিয় কোন ডিস্ক আছে কিনা ।
** চেক করে নেন কোন রিমুবাল দিস্ক,উএসবি , উএসবি পোর্ট এ কানেক্ট আছে কিনা ।
** এখন সব শেষ আপনার BIOS টা দেখে নেন । সব কিছু ঠিক মত আছে কিনা , অথবা আপনি ডিফল্ট হিসাবে এফ৯ চাপ তে পারেন তার পর সেটিংস্ সেভ করে পিসি রিস্টার্ট করেন ।
যদি এতে-ও কাজ না হয় । তাহলে আপনার উইন্ডোজ এর NT লোডার কে রিপেয়ার করতে হবে ।
আর NTLDR ফিক্স করার সবচেয়ে ইজি পথ হচ্ছে Spotmau BootSuite or Spotmau PowerSuite Golden যে কোন একটা ব্যবহার করে ।
এ ছাড়া আপনি যদি উইন্ডোজএক্সপি সিডি ডিস্ক থাকে..তাহলে আপনি আপনার উইন্ডোজ এক্সপি –র সিডি টা দিয়ে এই প্রব্লেম টা সমাধান করতে পারবেন ।
এখন আমারা দেখব ,কিভাবে সফটওয়্যার দিয়ে এই প্রব্লেম টার সমাধান করতে হয় ।
আমি Spotmau PowerSuite Golden এর ব্যবহার টা জানি তাই আমি এটা নিয়ে আলোচনা করব ।
প্রথমে আপনাকে যে কাজ টা করতে হবে । এখান থকে ডাউনলোড করে নেন।
ফোল্ডার এর ভিতরে দেখবেন ৪টা ফাইল আছে । আর এই ফাইল টা যেহেতু টরেন্ট ফাইল ,সুতরাং প্রথমে আপনাকে উটরেন্ট টা ইন্সটল করতে হবে । তার পর যে কোন একটা ফাইল কে ডাউনলোড করে নেন । মনে রাখবেন ৩ টা ফাইল এর যে কোন একটা ডাউনলোড করলেই হবে । এখন আর ও একটু কষ্ট করতে করতে হবে । আশা করি ইতি মধ্যে আপনার ডাউনলোড করা ফিনিশ হয়ে গেছে । এখন এই ডাউনলোড করা সফটওয়্যার টা কে বুটেবল বানাতে হবে । আর বুটেবল বানানোর জন্য একটিভ আই এস ও বানার টা ডাউনলোড করতে হবে । এখান থেকে ডাউনলোড করে নেন ।
এখন আই এস ও বানার টা দিয়ে বুটেবল বানিয়ে নেন ।
এখন শুরু হবে আসল খেলাঃ
এখন আপনার বানানো সিডি টা কে আপনার পিসি তে প্রবেশ করান তার পর রিস্টার্ট করেন ।
নিচের চিত্র টা দেখেন ।
উইন্ডোজ রিকুভারি সিলেক্ট করেন । এন্টার প্রেস করেন ।
Windows NT/2000/XP/2003 Recovery dialog থেকে Recover NTLDR and NTDETECT তে ক্লিক করেন ।
এখন আপনার অপারেটিং সিস্টেম টা সিলেক্ট করেন …তার পর Recover -এ ক্লিক করেন ।।
ক্লিক করার পর আর ও একটা চিত্র ওপেন হবে । ওখানে লিখা থাকবে ………
“NTLDR and NTDETECT have been recovered successfully.”
তার পর আপনার পিসি কে Restart করেন । আর দেখেন আপনার আগের উইন্ডোজ টা ফিরে এসেছে ।:D
0 comments :
Post a Comment